রাজ্যের জয়, অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের CBI তদন্তের নির্দেশ খারিজ শীর্ষ আদালতের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: SSC-র অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালতে। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এই সিদ্ধান্ত ঘোষণা করল। SSC-তে সুপারনিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি সংক্রান্ত মামলায় বড়সড় স্বস্তি পেল রাজ্য মন্ত্রিসভা।
মঙ্গলবার দিনের শুরুতে মামলাটি প্রধান বিচারপতির এজলাসে ওঠে। সওয়াল-জবাব শোনার পর প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্ত করা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। শূন্যপদ তৈরি মোটেও বেআইনি নয়। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনে তা করতে পারে এসএসসি। এতে কোনও তদন্তের দরকার নেই। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে হস্তক্ষেপ করছে না দেশের শীর্ষ আদালত।
উল্লেখ্য, SSC-র মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রায় ছ’হাজার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তর। এই সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং রাজ্য মন্ত্রিসভারও অনুমোদন ছিল সিদ্ধান্তে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির সিদ্ধান্ত আইনসঙ্গত নয়। প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, এমন নির্দেশও দেয় কলকাতা শীর্ষ আদালত। হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিম কোর্ট।