বিবিধ বিভাগে ফিরে যান

ফের রান্নার গ্যাসের দর বাড়ল, কীভাবে সাশ্রয় করবেন গ্যাস?

April 9, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সিলিন্ডার প্রতি ঘরোয়া রান্নার গ্যাসের দাম ৫০ টাকা করে বৃদ্ধি হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে খরচ নিয়ন্ত্রণে রাখতে গ্যাস সাশ্রয়ের কিছু উপযোগী উপায় অবলম্বন করতে পারেন।

গ্যাস সেভার বার্নার স্ট্যান্ড

  • এমন স্ট্যান্ড গ্যাস বার্নারের উপর স্থাপন করলে, তা আগুনের শিখাকে কেন্দ্রীভূত করে, যা গ্যাসের ব্যবহার কমায় এবং রান্নার সময় বাঁচায়।

এনার্জি সেভিং গ্যাস স্টোভ

  • এই ধরনের গ্যাস স্টোভে বিশেষ বার্নার থাকে যা গ্যাসের কার্যকারিতা বাড়ায় এবং কম গ্যাসে বেশি তাপ উৎপন্ন করে।

স্টেইনলেস স্টিল প্রেসার কুকার

  • প্রেসার কুকারে রান্না করলে সময় ও গ্যাস দুটোই সাশ্রয় হয়। স্টেইনলেস স্টিলের কুকার তাপ ধরে রাখতে সক্ষম, যা গ্যাসের ব্যবহার কমায়।

নন-স্টিক কুকওয়্যার সেট

  • নন-স্টিক পাত্রে রান্না করলে খাবার দ্রুত সেদ্ধ হয় ফলে গ্যাসের ব্যবহার কমে।
TwitterFacebookWhatsAppEmailShare

#cooking gas, #Gas, #prices hike

আরো দেখুন