বিনোদন বিভাগে ফিরে যান

এবার লেন্সের পিছনে, কৃশ-৪-র পরিচালকের ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে

April 9, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন হৃতিক রোশন। হৃতিক নিজেই সেই খবর নিশ্চিত করলেন। সম্প্রতি জর্জিয়ার আটলান্টায় এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন হৃতিক। অনুরাগীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “প্রথমবার ছবি পরিচালনার কাজে হাত দিতে চলেছি। আমার উৎকণ্ঠা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আপনারা সাহস যোগাবেন আমায়। আপনাদের সহযোগিতাই আমাকে সঠিক লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে।”

কিছুদিন আগেই পরিচালনা থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন হৃতিকের বাবা তথা বলিউড পরিচালক রাকেশ রোশন। তাই ‘কৃশ-৪’ ছবিটির পরিচালনা করবেন হৃতিক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hrithik Roshan, #Directorial debut, #Krrish 4

আরো দেখুন