বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে চালু হল মা ক্যান্টিন
April 9, 2025 | < 1min read
মা ক্যান্টিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার থেকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে চালু হল মা ক্যান্টিন। মা ক্যান্টিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়, বালি পুরসভার প্রশাসক তথা হাওড়ার মহকুমা শাসক অমৃতা বর্মন রায়, এনইউএলএম দপ্তরের চেয়ারম্যান সোমনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।
উদ্বোধনী দিনের মেনুতে ছিল ভাত, সয়াবিনের তরকারি, ডাল ও সিদ্ধ ডিম। পাঁচ টাকার বিনিময়ে হাসপাতালে আসা রোগী, তাঁদের পরিজন-সহ সাধারণ মানুষ এই খাবার খেতে পারবেন। আপাতত এই ক্যান্টিনে ১৫০ জনের খাবার পাওয়া যাবে। তবে আগামী সপ্তাহ থেকে তা দ্বিগুণ করা হবে। পরবর্তীকালে চাহিদা অনুযায়ী খাবারের পরিমাণ বাড়ানো হবে।