মহিলাদের প্রতি অসম্মানজনক উক্তির জের, দিলীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্য মহিলা কমিশনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খড়্গপুরে মহিলাদের প্রতি অসম্মানজনক উক্তি করেছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ২১ মার্চের সে ঘটনায় এক আইনজীবীর অভিযোগের প্রেক্ষিতে রাজ্য মহিলা কমিশন বারাকপুর কমিশনারেটকে তদন্তের নির্দেশ দিল। কমিশন, সেকশন অফিসার বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুরকে তদন্ত করে আগামী ৮ মে’র মধ্যে রিপোর্ট জমা দিতে লিখিত নির্দেশ দিয়েছেন। মহিলাদের প্রতি দিলীপ ঘোষের এমন অসম্মানজনক উক্তির প্রতিবাদ জানিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী তথা বারাকপুর পুরসভার কাউন্সিলার সম্রাট তপাদার। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগকারী সম্রাট তপাদারের বক্তব্য, দিলীপ ঘোষ নারী জাতিকে অসম্মান করেছেন। তিনি প্রকাশ্যে গালাগাল করেছেন, একজন সভ্য মানুষ নারীদের অসম্মান করতে পারেন না। তিনি বিজেপি রাজ্য সভাপতি ছিলেন, বিধায়ক ছিলেন, সংসদ সদস্য ছিলেন। অবিলম্বে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, রাজ্য মহিলা কমিশনের নির্দেশ পেয়েছেন তিনি। ভিডিও ক্লিপিং দেখা হবে। অভিযোগ খতিয়ে দেখা হবে। তারপর রাজ্য মহিলা কমিশনের কাছে রিপোর্ট দেওয়া হবে।