শাক, সবজির দামেও আগুন! দু’বেলার ভাত জোটাতে নাজেহাল মধ্যবিত্ত

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শাক, সবজির দাম ফের বাড়তে শুরু করেছে। শহর থেকে গ্রাম, সর্বত্র একই ছবি। রীতিমতো চাপে পড়ে গিয়েছে মধ্যবিত্ত। গরম বাড়তেই সবজির দাম ঊর্ধ্বমুখী। ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিকোচ্ছে হচ্ছে ঢ্যাঁড়শ এবং পটল। ঝিঙের দাম ৬০ টাকা। ডাবের দাম ৫০ থেকে ৬০ টাকা প্রতি পিস। দাম বাড়ার ফলে মানুষজনের পকেটে চাপ পড়তে শুরু করেছে। নানান শাকের দামও বেড়েছে।
এক সপ্তাহ পরই বাংলা নববর্ষ। বাঙালির উৎসবের আগে মাছ, মাংস থেকে সবজির বাজারে দামে ছ্যাঁকা লাগছে। গৃহস্থরা বেশ চাপে পড়ে গিয়েছেন। বিপাকে পড়েছে মধ্যবিত্তরা। বিক্রেতাদের বক্তব্য, হঠাৎ করে গরম বেড়ে গিয়েছে এবং তার জেরে জমি শুকিয়ে যাচ্ছে। বহু সবজির গাছ শুকিয়ে যাচ্ছে। ফলে গ্রাম বাংলার বাজারে সবজির দাম বাড়ছে।
গ্রামাঞ্চল থেকে কৃষকরা সবজি বিক্রি করতে আসেন। কৃষকদের কাছ থেকে টাটকা সবজি কিনে তা বাজারে বিক্রি করা হয়। সেই সবজিই আসে শহরে। সব জায়গাতেই তাই শাক–সবজির দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। সবজি যখন শহরে আসছে গ্রাম থেকে তখন আরও দাম বাড়ছে। আমজনতাকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাতেই পকেটে চাপ পড়েছে। নববর্ষের পরে তা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন অনেকেই।