খুলে গেল স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন সংক্রান্ত সরকারি পোর্টাল
April 10, 2025 | < 1min read
ছবি: ফাইল চিত্র
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিক্ষকদের চাকরি বাতিল ঘিরে তোলপাড় রাজ্য। এরই মধ্যে খুলে গেল স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন সংক্রান্ত হিসেব ও নথি জমা দেওয়ার সরকারি আই-ওএসএমএস পোর্টাল। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে পোর্টালটি বন্ধই ছিল। বুধবার পোর্টালটি খুলে দেওয়া হয়।
পোর্টালটি বন্ধ থাকায় প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে সংশয় ছিল। অবশেষে পোর্টাল খুলেছে। সূত্রের খবর, পর্ষদ বা শিক্ষাদপ্তরের তরফে প্রধান শিক্ষকদের কাছে কোনও নির্দেশ আসেনি। বেতন সংক্রান্ত কাজ সেরে ফেলছেন প্রধান শিক্ষকেরা। বেতনের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই। ফলে বাকি দায়িত্ব ডিআইয়ের।