দেশ বিভাগে ফিরে যান

ওয়াকফ আইন নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে মামলা তৃণমূল সাংসদের

April 10, 2025 | < 1 min read

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াকফ সংশোধনী আইনের একটি নির্দিষ্ট ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ওয়াকফ নিয়ে শীর্ষ আদালতে একের পর এক মামলা দায়ের হচ্ছে। অমুসলিম প্রথম মহিলা হিসাবে মামলা করলেন মহুয়া।

পিটিশনে তৃণমূল সাংসদ উল্লেখ করেছেন, ওয়াকফ সংশোধনী বিল যে’ভাবে পাশ করানো হয়েছে, তা সাংসদীয় রীতির পরিপন্থী। বিরোধীদের চাপে ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠন করা হয়েছিল। জেপিসির চেয়ারম্যান, বিজেপি সাংসদ জগদম্বিকা পালের ভূমিকা নিয়েও বার বার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। জেপিসির বৈঠক বার বার ভেস্তে গিয়েছে। চেয়ারম্যানের ভূমিকাও পিটিশনে উল্লেখ করেছেন মহুয়া।

নয়া আইনের ৩(সি) ধারায় স্থগিতাদেশ চেয়েছেন মহুয়া। যেখানে বলা হয়েছে, ‘বেআইনি সম্পত্তি’ বলে এক বার কোনও কিছু বাজেয়াপ্ত করে নিলে, তা আর ফেরানো যাবে না। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার ‘বেআইনি ওয়াকফ সম্পত্তি’ বাজেয়াপ্ত করা শুরু করেছে। ৫ এপ্রিল রাতে বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপরেই তা আইনে পরিণত হয়। কেন্দ্রীয় সরকার গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে। যদিও উত্তরপ্রদেশের যোগী প্রশাসন ৪ এপ্রিল থেকেই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে।

সংবিধান অনুযায়ী, সাম্যের অধিকার, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যের নিষেধাজ্ঞা, সংগঠন বা সমিতি তৈরির স্বাধীনতা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, সম্পত্তির অধিকার সংক্রান্ত ধারা উল্লেখ করে মহুয়া বিবৃতিতে জানিয়েছেন, নতুন আইনের মাধ্যমে এগুলি লঙ্ঘিত হচ্ছে। আগামী বুধবার, ১৬ এপ্রিল এই মামলার শুনানি হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Waqf bill, #waqfbill, #Mahua Moitra, #tmc, #Supreme Court of India

আরো দেখুন