রাজ্য বিভাগে ফিরে যান

বাম আমলে নিয়োগে দুর্নীতির অভিযোগ, মামলা কলকাতা হাইকোর্টে

April 11, 2025 | < 1 min read

বাম আমলে নিয়োগে দুর্নীতির অভিযোগ, মামলা কলকাতা হাইকোর্টে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিক্ষা–সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ–দুর্নীতির ইস্যুতে যখন উত্তপ্ত রাজ্য, তখন বাম আমলে একটি ক্ষেত্রে নিয়োগ–দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন দমদমের এক বাসিন্দা। বাম আমলে নিয়োগ দুর্নীতির ঘটনায় মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ২০০৬ সালের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে মামলায়। মামলাকারীর দাবি, ২০০৬ সালের নিয়ম অনুযায়ী ওই পদের জন্য শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ ব্যক্তিরা বিবেচিত হবেন। এমনকী এও ঠিক হয়, স্নাতক বা তার ঊর্ধ্বের শিক্ষাগত যোগ্যতা থাকা ব্যক্তিরা এই পদের জন্য বিবেচিত হবেন না। কিন্তু তাঁর স্ত্রী স্নাতকোত্তর স্তরের ডিগ্রি নিয়েও এই চাকরির জন্যে আবেদন করেছিলেন। তিনি চাকরিও পেয়ে যান। বর্তমানে ওই মহিলা বারাসতে কর্মরত রয়েছেন।

হাইকোর্টে যে মামলা দায়ে হয়েছে সেখানে অভিযোগ করা হয়েছে, দুর্নীতি করে অবৈধভাবে চাকরি পেয়েছেন তাঁর স্ত্রী–সহ বেশ কয়েকজন। দুই সিপিএম নেতা ওই চাকরি দেওয়ার নেপথ্যে রয়েছেন। মামলাকারীর দাবি, ওই দুই বাম নেতা হলেন সূর্যকান্ত মিশ্র এবং বিশ্বনাথ চৌধুরী। তাঁদের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন ওই মামলাকারী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও বলেছিলেন, বাম জমানায় চিরকুটে চাকরি হতো। সিপিএমের মুখপত্রে যাঁরা চাকরি করেন তাঁদের স্ত্রীরা সকলেই শিক্ষা দপ্তরে চাকরি পেয়েছেন। এই আবহে এবার ওই মামলাকারী নিজের স্ত্রী–সহ আরও কয়েকজন চাকরিপ্রার্থী দুই সিপিএম নেতার সাহায্য চাকরি পান বলে অভিযোগ তুলেছেন। তিনি জানান, চাকরি যাঁরা পেয়েছেন তাঁরা সকলেই সিপিএম পরিবারের সদস্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #calcutta high court, #Corruption, #Calcutta HC, #Left regime

আরো দেখুন