রাজ্য বিভাগে ফিরে যান

ধাক্কাধাক্কি, মারামারি! ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ঘরোয়া কোন্দল নিয়ে অস্বস্তিতে পদ্ম শিবির

April 11, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের সাঁপুইপাড়ায় বিজেপির ঘরোয়া সম্মেলন ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সহ সভাপতিকে ধাক্কা দেওয়া, এমনকী চেয়ার ছুড়ে মারার অভিযোগও উঠেছে। ছাব্বিশে বিধানসভা ভোটের আগে ঘরোয়া কোন্দল নিয়ে অস্বস্তিতে জেলার পদ্ম শিবির।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় সাঁপুইপাড়ায় বিজেপির ডোমজুড় ২ নম্বর মণ্ডলের সক্রিয় সদস্যদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি গোবিন্দ হাজরা। তাঁকে সভায় ঢুকতে দেখেই উত্তেজিত হয়ে পড়েন দলের নেতা-কর্মীদের একাংশ। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে গোবিন্দবাবু তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর তাঁকে নিয়ে ক্ষোভ ছিল দলের অন্দরে। এরপর তাঁকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি করা হলে তা মেনে নিতে পারেননি দলের অনেকেই। কর্মী সম্মেলনে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে বলে দাবি পদ্ম শিবিরের। গোবিন্দ হাজরাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি সভাস্থলে চেয়ার ছোড়া হয় বলে অভিযোগ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হওয়ায় শেষমেশ ওই সভা পণ্ড হয়ে যায়। খানিক বাদে বিজেপির ওই নেতাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

এ নিয়ে গোবিন্দ হাজরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এমন কিছু হয়নি। নিজেদের মধ্যে এটুকু হতেই পারে। এটা বিরোধীদের অপপ্রচার।’ সাংগঠনিক জেলার সভাপতি সুমন ঘোষ বলেন, ‘দলের তরফে কোনও অভিযোগ পাইনি। তবে ঘটনাটি শুনেছি। কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp vs bjp, #sapuipara, #howrah, #bjp, #Domjur

আরো দেখুন