রাজ্য বিভাগে ফিরে যান

১৬ এপ্রিল নেতাজি ইন্ডোরে ওয়াকফ বিলের বিরোধিতায় ইমাম-মোয়াজ্জেমদের সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

April 12, 2025 | < 1 min read

১৬ এপ্রিল নেতাজি ইন্ডোরে ওয়াকফ বিলের বিরোধিতায় ইমাম-মোয়াজ্জেমদের সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রের বিজেপি সরকার যখন থেকে ওয়াকফ বিল আনার প্রক্রিয়া শুরু করে তখন থেকেই প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। মুসলিম সম্প্রদায়কে আঘাত করার পরিকল্পনা কেন? বিজেপির উদ্দেশে এই প্রশ্নই ছুড়ে দেয় রাজ্যের শাসক দল। পরবর্তীকালে দেখা গিয়েছে, সংসদের উভয় কক্ষে ওয়াকফ বিল পেশ করে কেন্দ্রীয় সরকার। তখনও তৃণমূল সাংসদরা তার তীব্র প্রতিবাদ জানান। এই আবহে আগামী ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের এক সভায় উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফে সংসদে পাস করানো ওয়াকফ আইন সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখবেন তিনি। জানাবেন প্রতিবাদ।

কলকাতার নাখোদা মসজিদের ইমাম মহম্মদ শফিক কাশমি বলেন, ১৬ এপ্রিল অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভার আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে আমাদের দাবি, ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। এটি মুসলিম সমাজের পক্ষে ক্ষতিকর। আমাদের সঙ্গে কেন্দ্র আলোচনা করতে পারে। কিন্তু আমাদের সম্পত্তি কব্জা করার প্রতিবাদ জানাচ্ছি। ওইদিন মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে মুসলিম সমাজ ও গোটা রাজনৈতিক মহল। বিজেপির বিরুদ্ধে মমতা আরও সুর চড়াবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Waqf bill, #Waqf Amendment Bill, #Imam-Muazzin Organization, #Mamata Banerjee, #Netaji Indoor Stadium

আরো দেখুন