রাজ্য বিভাগে ফিরে যান

ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না, দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন, বার্তা মুখ্যমন্ত্রীর

April 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াকফ সংশোধন বিল সম্প্রতি সংসদের দুই কক্ষে পাশ হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সইয়ের পর তা এখন পুরোদস্তুর আইনে পরিণত হয়েছে। ওই সংশোধিত আইনের প্রতিবাদেই বাংলায় সংখ্যালঘুদের একাংশ বিক্ষোভের নামে হিংসা ও অশান্তির পথ নিয়েছে। সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। তা নিয়ে কেউ কেউ আবার সমাজ মাধ্যমে বিকৃত তথ্য ছড়াতেও শুরু করেছে। ফলে পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে। ঠিক এই পরিস্থিতিতেই শনিবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসা ও অশান্তি প্রশমিত করতে তিনি পরিষ্কার ভাবে বলেছেন, “আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি- আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে দাঙ্গা কীসের?”

ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত পরিস্থিতি মুর্শিদাবাদে। জঙ্গিপুর, সুতির পর শনিবার সকালে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সামশেরগঞ্জের ধুলিয়ানে। ওই প্রতিবাদের নামে তাণ্ডব কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বলে শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন ডিজি রাজীব কুমার। সঙ্গে জন-সাধারণকে প্ররোচনা ও গুজবে কান না দেওয়া আর্জি জানিয়েছেন তিনি। এর পরই সোশ্যাল মিডিয়ায় এবিষয়ে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেখানে মুখ্যমন্ত্রী বলেন, “সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনও অ-ধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান, রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। দাঙ্গা যাঁরা করছেন তাঁরা সমাজের ক্ষতি করছেন।” তিনি আরও বলেন, “মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Religion

আরো দেখুন