কলকাতা বিভাগে ফিরে যান

রেড রোডে হচ্ছে না হনুমান জয়ন্তীর অনুষ্ঠান, অনুমতি দিল না হাইকোর্ট

April 12, 2025 | < 1 min read

রেড রোডে হচ্ছে না হনুমান জয়ন্তীর অনুষ্ঠান, অনুমতি দিল না হাইকোর্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রেড রোডে হনুমান জয়ন্তী পালন করতে চায় হিন্দু সেবা দল। সেই অনুমতি নেওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। রেড রোডে হচ্ছে না হনুমান জয়ন্তীর অনুষ্ঠান। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। শুক্রবার সিঙ্গল বেঞ্চের রায়ে বলা হয়েছিল, হনুমান জয়ন্তীর অনুষ্ঠান রেড রোডে করা যাবে না। সেই রায়কে চ্যালেঞ্জ করে সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চে যান মামলাকারী।

মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানান, রেড রোডে হনুমান জয়ন্তীতে হনুমান চালিশা পাঠ করা হবে। কিন্তু তাঁরা অনুমতি পাননি। শনিবার ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত ওই রাস্তায় যানজটের কারণে সমস্যার কথা বলা হচ্ছে। এ প্রসঙ্গে ওই আইনজীবী তুলে আনেন ইদের নামাজ পাঠ প্রসঙ্গ।

যদিও বিচারপতির পর্যবেক্ষণ, খিলাফত আন্দোলনের পর থেকে ওই জায়গায় তা হয়। বিচারপতি বলেন, ‘অন্য ধর্মের লোককে ওই জায়গায় অনুমতি দিয়েছে বলেই অনুমতি দিতে হবে, তার কোনও যুক্তি নেই। ১০০ বছর ধরে তা হয়। আপনারা আপনাদের তেমন ইতিহাস দেখান। শুধু অন্যদের অনুমতি দেওয়ার জন্য আপনাদের দিতে হবে এর কোনও যুক্তি নেই।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Hanuman Jayanti 2025, #Kolkata, #calcutta high court, #Festival, #Red Road, #Hanuman jayanti

আরো দেখুন