উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরল চা বলয়ে

April 12, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃষ্টির অভাবে চা গাছে কৃত্রিম সেচের খরচের বহরও দিন দিন বেড়ে যাচ্ছিল। অবশেষে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরল ডুয়ার্সের চা বলয়ে। গত ছ’মাস ধরে বৃষ্টি না হওয়ায় জেরে উত্তরের চা শিল্পের নাভিশ্বাস উঠে গিয়েছিল। সঙ্গে দোসর হয়েছিল অতিরিক্ত তাপমাত্রা। চা মালিকদের সূত্রে জানা গিয়েছে, বৃষ্টি পর্যাপ্ত না হওয়ায় গতবারের তুলনায় এ বছর চা পাতার পরিমাণ এক চতুর্থাংশ কমে গিয়েছে। চা গাছে লুপার, হেলোপেলটিস সহ নানা পোকারও উপদ্রবও শুরু হয়েছিল। এপ্রিলের প্রথম সপ্তাহে শিলিগুড়িতে নিলামে পাঠানো ৭০ শতাংশ পাতাই তাই পড়েছিল। বাকি ৩০ শতাংশ পাতা নিলামে বিক্রি হলেও খারাপ গুণমানের জেরে সেই পাতা বিক্রির দামে মার খেয়েছেন চা মলিকরা।

ডুয়ার্স ব্রাঞ্চ অব ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সম্পাদক চা গবেষক রামঅবতার শর্মা বলেন, গত ২৪ ঘণ্টায় ডুয়ার্সে ভালো বৃষ্টি হয়েছে। আমরা খুশি। ঠিকমতো বৃষ্টি না হওয়ায় মার্চ মাসে ৫০ শতাংশ উৎপাদন মার খেয়েছে। এপ্রিলে যদি আরও কয়েকদিন বৃষ্টি হয় তাহলে মার্চের সেই ঘাটতি অনেকটাই পুষে যাবে বলে মনে করছি আমরা। উত্তরবঙ্গে সরকারিভাবে ৩০২টি চা বাগান। সিংহভাগ বাগানই অবশ্য পাহাড় ও তরাই-ডুয়ার্সে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Tea Garden, #Tea Gardens, #rainfall

আরো দেখুন