দেশ বিভাগে ফিরে যান

দেশজুড়ে ফের UPI বিভ্রাট, কাজ করছে না Gpay, PhonePe থেকে Paytm, চরম ভোগান্তিতে মানুষ

April 12, 2025 | < 1 min read

দেশজুড়ে ফের UPI বিভ্রাট, কাজ করছে না Gpay, PhonePe থেকে Paytm, চরম ভোগান্তিতে মানুষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার সকাল থেকেই দেশ জুড়ে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বিপত্তি। ইউপিআই সার্ভিস ডাউন হয়ে গেল। ফলে দেশের হাজার হাজার গ্রাহক অনলাইন পেমেন্ট করতে গিয়ে আটকে গেলেন।

বহু গ্রাহক ইউপিআইয়ের মাধ্যমে টাকা লেনদেন করতে না পেরে সোশ্যাল মিডিয়ায় তাদের সমস্যার কথা জানিয়েছেন। পেটিএম, ফোন পে, গুগল পে-র মতো ইউপিআই অ্যাপগুলি এদিন সকালে বিভ্রাট তৈরি করে। নিত্যদিনের টাকা লেনদেনের ক্ষেত্রে অসুবিধা তৈরি হয়। খুচরো লেনদেন, দোকানে জিনিস দেওয়া নেওয়ার ক্ষেত্রে, শপিং মলে বিল পেমেন্টের ক্ষেত্রে এবং মানি ট্রান্সফারের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে মানুষকে।

সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, সবাই সমস্যায় পড়েছেন। খুব দরকারেও কেউ ডিজিটালি টাকা পাঠাতে পারছেন না। এমন পরিস্থিতিতে যাত্রীদের জন্যও দুর্ভোগ বেড়েছে, কারণ গণপরিবহন, অটো, রিকশায় ডিজিটাল পেমেন্টের মাধ্যমে টিকিট কেনা সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীদের মতে, এই সমস্যার কারণে তাদের কাজেও প্রভাব পড়ছে সকাল থেকে।

যদিও প্রযুক্তি সংস্থাগুলির পক্ষ থেকে এখনও সমস্যার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে সমস্যার সমাধান কিছুক্ষণর মধ্যেই পাওয়া যাবে। ডিজিটাল পেমেন্টের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ায় এই ধরনের সমস্যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Paytm, #UPI, #upi payment, #upi transaction, #Google pay, #digital payments, #PhonePe, #Online Transactions

আরো দেখুন