ভরসা প্রযুক্তি, বেআইনি নির্মাণ চিহ্নিতকরণে কী উদ্যোগ পুরসভার?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবৈধ নির্মাণ রুখতে বেশ কিছু পদক্ষেপ করেছে কলকাতা পুরসভা। ‘অন স্পট’ বেআইনি নির্মাণ চিহ্নিতকরণের অভিনব পদ্ধতি চালু করল তারা। সম্প্রতি পুরসভা নির্দেশিকা দিয়ে জানিয়েছে, প্রতিটি নির্মাণস্থলের সামনে ওই নির্মাণ সংক্রান্ত বিভিন্ন তথ্য সম্বলিত বোর্ড লাগাতে হবে। বলা হয়েছে, নির্মাণ সংক্রান্ত বিভিন্ন তথ্য-সহ মালিক, প্রোমোটার বা ডেভেলপারের নাম, ঠিকানা, ক’টি তল হচ্ছে, মোট আয়তন ইত্যাদি বোর্ডে লিখে নির্মীয়মাণ ভবনের গায়ে ঝোলানো বাধ্যতামূলক করা হচ্ছে। সেই সঙ্গে বোর্ডে রাখতে হবে কিউআর কোড। বিল্ডিং প্ল্যান অনুমোদনের সময় সংশ্লিষ্ট আবেদনকারীকে ওই কিউআর কোডটি দেওয়া হবে। সেই কোড স্ক্যান করলে সহজে সামনে আসবে নির্মাণ সংক্রান্ত যাবতীয় তথ্য। তথ্য না মিললেই সংশ্লিষ্ট নির্মাণকে বেআইনি বলে গণ্য করা হবে। পুরসভা পদক্ষেপ করবে।
বেআইনি নির্মাণ রুখতে ইতিমধ্যেই শহরে ডিজিটাল ওয়ার্ক ডায়েরি চালু করেছে পুরসভা। অফিসাররা প্রত্যেকটি রাস্তা, গলি ঘুরছেন। কোথায়, কী নির্মাণ হচ্ছে, কী ধরনের নির্মাণ, যাবতীয় তথ্য ও ছবি ডিজিটাল ডায়েরিতে উঠে আসছে। যার জেরে বেআইনি নির্মাণ অনেকটাই বন্ধ করা গিয়েছে। কোনও নির্মাণ বৈধ না অবৈধ বা কতটা বৈধ, নির্মাণস্থলে দাঁড়িয়ে তা যাচাই করে নেওয়ার সুযোগ ছিল না। কিউআর কোড-সহ বোর্ড বসানোর ফলে সেই কাজ করা যাবে।
ঠিকানা, রেজিস্ট্রেশন নম্বর, প্ল্যানের অনুমোদন নম্বর ও তারিখ, জমির আয়তন এবং ক’টি তলের বিল্ডিং ইত্যাদি তথ্য বোর্ডে লিখতে হবে। পুরসভার দেওয়া কিউআর কোড থাকবে, যা স্ক্যান করে নির্মাণ সম্পর্কিত আরও ১৪টি তথ্য পাওয়া যাবে। যতদিন না নির্মাণ সম্পন্ন হচ্ছে, ততদিন ওই বোর্ড লাগিয়ে রাখতে হবে। ছ’ফুট বাই চার ফুটের একটি টিনের বোর্ডে পুরসভার দেওয়া কিউআর কোড এক ফুট বাই এক ফুট অংশে ডিসপ্লে করতে হবে।