কিছু সেটিংস পরিবর্তনের মাধ্যমে স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়াতে, পারফরম্যান্স উন্নত করতে পারেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্মার্টফোন আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। দিনের একটি বড় অংশ আমরা স্মার্টফোনেই কাটাই – কখনো কাজের জন্য, কখনো বিনোদনের জন্য। কিন্তু আমরা অনেকেই জানি না যে, ফোনের কিছু সাধারণ সেটিংস পরিবর্তনের মাধ্যমে আমরা স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়াতে, পারফরম্যান্স উন্নত করতে এবং নিজেদের সুরক্ষিত রাখতে পারি। এবার সেগুলো জেনে নিন-
ব্যাটারি দ্রুত শেষ হওয়া খুব সাধারণ সমস্যা। Settings > Battery > Battery Saver-এ গিয়ে এটি ‘Auto’ করে রাখলে ব্যাটারি নির্দিষ্ট স্তরের নিচে নামলেই এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।
নিয়মিত সফটওয়্যার আপডেট ফোনকে দ্রুত, নিরাপদ এবং বাগ-মুক্ত রাখে। তাই Auto Update চালু রাখুন।
Settings > Privacy > Ads-এ গিয়ে ‘Ad Personalization’ বন্ধ করে আপনার গোপনীয়তা রক্ষা করুন।
সব অ্যাপের নোটিফিকেশন দরকার নেই। বারবার বিরক্তিকর পপ-আপ আসে এবং ব্যাটারিও খরচ হয়। Settings > Notifications-এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ করুন।
সব অ্যাপকে লোকেশন অ্যাক্সেস না দেওয়াই ভালো। এতে ব্যাটারিও বাঁচে এবং প্রাইভেসিও বজায় থাকে। Settings > Location > App Permissions-এ গিয়ে ‘While using the app’ বা ‘Deny’ অপশন বেছে নিন।
চোখের আরামের জন্য এবং ব্যাটারি সাশ্রয়ের জন্য Settings > Display > Theme থেকে ডার্ক মোড চালু করুন, বিশেষত যদি আপনার ফোনে OLED ডিসপ্লে থাকে।
Settings > Privacy > Permission Manager-এ গিয়ে ক্যামেরা ও মাইকের অনুমতি শুধু বিশ্বস্ত অ্যাপগুলোকেই দিন।