উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গে দূরবীন দিয়েও BJP-কে দেখা যাচ্ছে না, ছাব্বিশের আগে পদ্ম পার্টির অস্বস্তি বাড়ালেন গেরুয়া সাংসদ অনন্ত মহারাজ

April 13, 2025 | 2 min read

অনন্ত মহারাজের দাবি, ‘রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিন করে রেখেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অনন্ত মহারাজ ফের বেসুরো! উত্তরবঙ্গে বিজেপিকে দূরবিন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না, বিধানসভা নির্বাচনের বছরখানেক গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভা সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। অনন্তর দাবি, তিনি গোটা বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও জানিয়েছেন। বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার নেতা অনন্ত মহারাজ শনিবার দুপুরে চকচকা বড়গিলায়, নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে করে বিজেপিকেই কটাক্ষ করলেন।

বিজেপির সাংগঠনিক অবস্থা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, উত্তরবঙ্গে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না বিজেপিকে। সংগঠনের অবস্থা খুবই খারাপ। জেলা ও রাজ্য বিজেপি নেতৃত্ব তাঁর সঙ্গে আলোচনা না করেই কাজ করছে। বিষয়টি অমিত শাহকে জানিয়েছেন তিনি। ত্রুটি দ্রুত সংশোধন করা না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভুগতে হবে বিজেপিকে। উত্তরবঙ্গ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে দেরি করলে তার পরিণামও খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের এহেন মন্তব্যের ফলে কার্যত চরম বিপাকে পদ্ম নেতৃত্ব।

উত্তরবঙ্গে বিজেপির অবস্থান প্রসঙ্গে অনন্ত মহারাজ বলেন, বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করে, তিনি গুরুত্বহীন। ফলে তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি রাজ্যসভা সাংসদ অথচ কোনও সিদ্ধান্ত নেওয়ার সময় তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হচ্ছে না। পৃথক রাজ্য নিয়ে বিজেপি শাসিত কেন্দ্র সরকার পদক্ষেপ করছে না বলে অভিযোগ তাঁর।

এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন গেরুয়া শিবিরের রাজ্যসভার সাংসদ। কোচবিহারকে নিয়ে পৃথক রাজ্য গড়ার বিষয়ে টালবাহানার জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করতে চাইলেও তাঁরা দেখা করেন না বলে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁকে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে থেকে বিজেপির সঙ্গে অনন্ত মহারাজের সম্পর্ক খারাপ হতে শুরু করে। কোচবিহার আসনটি বিজেপির হাতছাড়া হয়। অনন্তকে নিয়ন্ত্রণে আনতে গেরুয়া নেতারা চেষ্টা চালালেও বিশেষ লাভ হয়নি। অন্যদিকে, অনন্তের শিবির বদলের জল্পনাও ভাসছে উত্তরের রাজনীতিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #bjp, #politics, #Ananta Maharaj

আরো দেখুন