কলকাতা বিভাগে ফিরে যান

বাংলার স্বাস্থ্যক্ষেত্রে নতুন মাইলফলক, SSKM-এ চালু হচ্ছে ‘বাজেট হাসপাতাল’

April 13, 2025 | < 1 min read

ছবি সৌজন্যে: Sanat Kr Sinha

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার অন্যতম সেরা চিকিৎসকরা পরিষেবা দেবেন, সঙ্গে থাকবে হাসপাতালের মতো স্বাচ্ছন্দ্য। কিন্তু খরচ একেবারেই কম। কর্পোরেট হাসপাতালগুলির তুলনায় ৭৫ থেকে ৮০ শতাংশ কম খরচে মিলবে এমন পরিষেবা। মধ্যবিত্তদের জন্য চালু হচ্ছে বাজেট হাসপাতাল। পিজি-র এক পদস্থ কর্তা জানিয়েছেন, পুজোর আগেই দশতলা হাসপাতালটির প্রথম চারটি তল চালু হয়ে যাবে। ধাপে ধাপে খুলে দেওয়া হবে বাকি অংশ। হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষের পথে।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে পিজি-র উডবার্ন ওয়ার্ড খুলে দেওয়ার পর রাজ্য সরকার প্রথম হাসপাতাল চালিয়ে লাভের মুখ দেখেছে। সেই মডেলেই সিদ্ধান্ত হয়, পিজি’র মধ্যে একটি বাজেট হাসপাতাল গড়ে তোলা হবে। জেলায় জেলায় জেলা বাজেট হাসপাতাল নির্মাণের জন্য জমি খোঁজা হবে। ২০২৩ সালের ২৩ নভেম্বর পিজিতে প্রকল্পটি শুরু হয়। বর্তমানে সেই নির্মাণকাজ শেষের মুখে। বহুতল ভবনের সর্বোচ্চ তলে থাকবে আটটি ভিআইপি সুইট। বাকি অংশে থাকবে ১০২টি সুসজ্জিত কেবিন। থাকবে পাঁচটি এইচডিইউ এবং ১৬টি আইসিইউ বেড। কয়েকটি রিকভারি বেডও রাখা হবে। সব মিলিয়ে বেড সংখ্যা ১৩১।

অন্যদিকে, সাজিয়ে তোলা হচ্ছে উডবার্ন ওয়ার্ডও। ইতিমধ্যেই সংস্কারের জন্য টেন্ডার হয়ে গিয়েছে। বর্তমানে ৩৬টি কেবিন রয়েছে উডবার্নে। সেই সংখ্যা বেড়ে প্রায় ৬০টি হতে পারে। নতুন বাজেট হাসপাতালের বেড ভাড়া এখনও স্থির হয়নি। তবে অনুমান করা যায়, মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Budget Hospital, #SSKM

আরো দেখুন