বাংলায় প্রতিটি উৎসবেই সাম্প্রদায়িক অশান্তি হয়? জানুন BJP-র ভুয়ো পোস্টের আসল সত্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াকফ (সংশোধনী) আইনের প্রতিবাদে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদে। এই আবহে বিভাজনের রাজনীতিতে নেমে পড়েছে বিজেপি।
দাবি:
বঙ্গ বিজেপির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে আজ একটি পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, যে উৎসবই হোক ওদের শুধু আগুন ধরানোর জন্য কোনও অজুহাতের প্রয়োজন নেই। বলা বাহুল্য বিজেপির নিশানা মুসলমানদের দিকে। গণেশ চতুর্থী থেকে সংক্রান্তি, প্রায় নটি ছবির কোলাজ পোস্ট করে বিজেপি। অশান্তি, হিংসার ছবি দেখিয়ে দাবি করা হয় সেগুলো বাংলার ছবি।
আসল সত্য:
বিজেপির উস্কানিমূলক পোস্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই আসরে নামে রাজ্য পুলিশ। এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্ট করে রাজ্য পুলিশ জানায়, বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল তরফে করা পোস্টটি ভুয়ো। নটি ছবির একটিও সাম্প্রতিক সময়ের নয়। এমনকি বাংলারও নয়। ছবিগুলো এনআরসি, সিএএ-র প্রতিবাদ ও তার জেরে সৃষ্ট অশান্তির। কোনওটি অসমের ছবি, কোনওটি লখনউ, আবার কোনওটি উত্তরপ্রদেশ, ম্যাঙ্গালোরের ছবি।
বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি ও সাম্প্রদায়িক হিংসা উস্কে ছড়াতে ভুয়ো ছবিগুলো সমাজ মাধ্যমে পোস্ট করেছে। হিংসা থামানোর বদলে তাতে আরও উস্কানি দিয়ে বাংলার মাটিতে বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি।