ISL কাপ জিতে কত টাকা পেলেন শুভাশিসরা, রানার্স-আপ সুনীলরা কী পেলেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে আইএসএল কাপ জিতেছে মোহনবাগান। জেসন কামিংস ও জেমি ম্যাকলারেনের গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়েছে বাগানের ছেলেরা। ISL শিল্ডের পরে এবার এল ISL কাপ। আর্থিক পুরস্কারও জিতেছে মোহনবাগান। কত টাকা পেলেন মোহনবাগানের খেলোয়াড়রা?
ISL শিল্ড জয়ের জন্য মোহনবাগান পেয়েছিল সাড়ে ৩ কোটি টাকা। এবার ISL চ্যাম্পিয়ন হওয়ায় ৬ কোটি টাকা পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড। দ্বিমুকুট জিতে জন্য মোট সাড়ে ৯ কোটি টাকা পেয়েছে হোসে মোলিনার ছাত্ররা। লিগ শিল্ড, ISL কাপ, রানার্স ও বাকি দুই সেমি ফাইনালিস্ট দলের জন্য মোট সাড়ে ১৫ কোটি টাকা আর্থিক পুরস্কার ধার্য করা থাকে ইন্ডিয়ান সুপার লিগে।
ISL-র নিয়ম অনুযায়ী রানার্স-আপ বেঙ্গালুরু এফসি পেয়েছে তিন কোটি টাকা। এছাড়াও সেমি ফাইনাল খেলার সুবাদে এফসি গোয়া এবং জামশেদপুর এফসি আর্থিকভাবে লাভবান হয়েছে। নিয়ম অনুযায়ী সেমিফাইনাল খেলা দুই দল ১ কোটি ৫০ লক্ষ টাকা করে পেয়েছে।