সোমবার কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন, দেখে নিন কিছু ঝলক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণেশ্বরের পর আরও এক কালী মন্দিরে তৈরি হল স্কাইওয়াক। দীর্ঘ অপেক্ষার পর চালু হতে চলেছে কালীঘাট মন্দির সংলগ্ন স্কাইওয়াক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার অর্থাৎ ১৪ এপ্রিল বহুপ্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করবেন।

২০১৮ সালের নভেম্বরে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক উদ্বোধনের দিন কালীঘাটের জন্য একই ধাঁচের স্কাইওয়াক নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কথা মতো, কালীঘাটেও তৈরি হয়েছে অত্যাধুনিক স্কাইওয়াক। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করে ১২৫ কোটি টাকা। প্রায় ৪৫০ মিটার লম্বা এই স্কাইওয়াক এসপি মুখার্জি রোড থেকে কালী মন্দির রোড পর্যন্ত তৈরি করা হয়েছে।

স্কাইওয়াকে ওঠার জন্য রয়েছে চলমান সিঁড়ি। ২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হয় নির্মাণ কাজ।

স্থানীয়রা মনে করছেন, স্কাইওয়াক উদ্বোধন হয়ে যাওয়ার পর কালীঘাট থেকে হাজরাগামী রাস্তায় যানজট কমবে। স্কাইওয়াকটি এসপি মুখার্জি রোড ও কালী মন্দির রোড মোড় থেকে শুরু হয়ে কালীঘাট মন্দিরের প্রধান গেটের সামনে এসে শেষ হয়েছে। স্কাইওয়াকের একটি ৩০ মিটার দীর্ঘ শাখা কালীঘাট ফায়ার ব্রিগেড মোড় থেকে শুরু হয়ে কালীঘাট থানার কাছে এসে শেষ হয়েছে।

স্কাইওয়াকটিতে মোট পাঁচটি প্রবেশপথ রয়েছে। এসপি মুখার্জি রোড থেকে, কালীঘাট মন্দিরের গেটের সামনে থেকে, সদানন্দ রোড থেকে, ফায়ার স্টেশন মোড় থেকে, এবং নতুন কালীঘাট হকার্স কর্নারের দ্বিতীয় তলা থেকে। স্কাইওয়াক তৈরির পাশাপাশি নীচের রাস্তাটিও নতুন রূপে সাজানো হয়েছে। কালী মন্দির রোডে নানা ধরনের অবৈধ দখল ছিল। এখন তা সরিয়ে ফেলা হয়েছে, এবং এসপি মুখার্জি রোড থেকে ২৫ মিটার চওড়া রাস্তা ধরে সরাসরি মন্দির পর্যন্ত যাওয়া সম্ভব। পেভার ব্লক দিয়ে নতুন করে বানানো হয়েছে ফুটপাথ। ফুটপাথ চওড়ায় বাড়িয়ে এখন ১২ ফুট করা হয়েছে। হকারদের জন্য নির্দিষ্ট স্থান রেখে পথচারীদের জন্য দুই-তৃতীয়াংশ খোলা রাখা হয়েছে।
