কাঁথির পর অর্জুনগড়েও সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত কাঁথি ও পূর্ব মেদিনীপুরের একের পর এক সমবায় ব্যাঙ্কের ভোটে জয় লাভ করেছে তৃণমূল। এবার ভাটপাড়া-নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কের সমবায় সমিতির নির্বাচনে ৪৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূলের। বিজেপি বা সিপিএম প্রার্থী দেয়নি নির্বাচনে। শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রত্যাহারের সময় শেষ হয়ে যাওয়ার পর জয়ের ঘোষণা করা হয়।
ভাটপাড়ায় মূল শাখা রয়েছে ব্যাঙ্কের। এছাড়াই নৈহাটিতে দু’টি এবং শ্যামনগরে একটি শাখা আছে এই ব্যাঙ্কের। একদা এই ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ছিলেন অর্জুন সিং। ২০১৯ সালের পর তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয়। তাঁর আত্মীয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ সামনে আসে। অর্জুন বিজেপিতে যোগ দেওয়ার পর চেয়ারম্যান হন জিতু সাউ। তাঁর মৃত্যু হলে চেয়ারম্যান পদ শূন্য পড়ে ছিল এতদিন। এবার বিজয়ী ৪৪ জনের মধ্য থেকে নয়া চেয়ারম্যান নির্বাচিত হবেন।