দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

অশান্তি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি রাজ্যের, বাংলার সেরা পুলিশকর্তাদের নবাবের জেলায় পাঠাল নবান্ন

April 13, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদে। হাই কোর্টের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। বাংলার বিভিন্ন জেলার বাছাই করা পুলিশকর্তা ও কর্মীদের মুর্শিদাবাদ ডেকে পাঠানো হল নবান্নের তরফে। শনিবার রাজ্যের অতিরিক্ত ডিজিপি আইনশৃঙ্খলার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। অশান্তি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে রাজ্য।

রাজ্যের বিভিন্ন জেলায় ভিন্নপদে কর্মরত ২৩ জন পুলিশকর্তা ও কর্মীদের ‘বিশেষ ডিউটি’তে ডাকা হল জঙ্গিপুর পুলিশ জেলায়। আজ, রবিবার সকালে চারদিনের বিশেষ ডিউটিতে সামশেরগঞ্জ থানায় রিপোর্ট করেছেন তাঁরা। এদিকে নতুন করে সামশেরগঞ্জের পাশের এলাকা ফরাক্কার মহাদেবনগর নিমতলা এলাকায় উত্তেজনার খবর পাওয়া গিয়েছে।

শনিবার রাতেই রাজ্য পুলিশের তরফে হাওড়া সিপি, চন্দননগর কমিশনারেট, সিআইডির ডিজি, দার্জিলিং রেঞ্জের ডিআইজি-সহ একাধিক পুলিশকর্তাদের কাছে বাছাই করা পুলিশদের মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পাঠানো জন্য চিঠি পাঠানো হয়। জানা যাচ্ছে, সামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হয়েছে অমিত ভগতকে। রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে রয়েছে পুলিশ। উপস্থিত রয়েছেন খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

TwitterFacebookWhatsAppEmailShare

#murshidabad, #Waqf bill, #police, #Nabanna

আরো দেখুন