কলকাতা বিভাগে ফিরে যান

ভিড়ে ঠাসা হাতিবাগান-গড়িয়াহাট-নিউমার্কেট! চৈত্রের শেষ রবিবারে চাঙ্গা সেলের বাজার

April 14, 2025 | < 1 min read

চৈত্রের শেষ রবিবারে চাঙ্গা সেলের বাজার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সন্ধ্যা নামতেই জনসমুদ্র হয়ে উঠল হাতিবাগান, গড়িয়াহাট, নিউমার্কেট চত্বর! চৈত্র সেলে জিনিসপত্র কিনতে থিকথিকে ভিড় জমল উত্তর থেকে দক্ষিণে। বিক্রেতাদের হাঁকডাকে গমগম করছিল হাতিবাগান। দরদামের কোনও অবকাশ নেই। ‘ফিক্সড প্রাইসে’ বিকোচ্ছে জিনিস। কেনাকাটার পাশাপাশি ভিড় জমছে ঠান্ডা পানীয়ের দোকানেও। পয়লা বৈশাখের আগে শেষ রবিবার বাজারগুলো একেবারে জমজমাট।

অনলাইনেও চৈত্র সেলের বাজার বেশ চড়া। রাস্তায় দাঁড়িয়ে হকাররা খালি গলায় হাঁক দিচ্ছেন, পাশাপাশি শপিং মল থেকেও ভেসে আসছে মাইকিং। ঠান্ডা ঘর থেকে ‘অফার’ ঘোষণা হচ্ছে। হাতিবাগানের সঙ্গে পাল্লা দিয়েছে দক্ষিণের গড়িয়াহাট।

রোদ মাথায় নিয়েই ক্রেতাদের ভিড় জমছে গড়িয়াহাটে। বাহারি রোদচশমা, ছাতার ভরসায় কেনাকাটা চালাচ্ছেন ক্রেতারা। নিউ মার্কেটের কেনাকাটা আবার বিরামহীন। খেতে খেতে সেখানে শপিং চলছে। খাওয়াদাওয়া সঙ্গে কেনাকাটা সব মিলিয়ে চৈত্র সেল জমজমাট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chaitra Sankranti, #Marketing, #Chaitra, #chaitra sale, #Shopping

আরো দেখুন