আদি-নব্য সংঘাত চরমে বঙ্গ BJP-তে, উত্তর কলকাতা জুড়ে নয়া ফ্লেক্স ঘিরে নতুন বিতর্ক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নয়া রাজ্য সভাপতির নাম ঠিক করতে রীতিমতো হিমশিম খাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যের শীর্ষস্তরের নেতারা বিভিন্ন লবিতে বিভক্ত। এই আবহে উত্তর কলকাতাজুড়ে গেরুয়া পার্টির নয়া ফ্লেক্স ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।
সেসব ফ্লেক্সে ‘নব্য’ কিংবা ‘উড়ে এসে জুড়ে বসা’ বিজেপি নেতারা কার্যত ব্রাত্য। পদ্ম শিবিরের আদি বা পুরনো নেতারাই মূলত ওই ফ্লেক্সে জায়গা পেয়েছেন। রামনবমী-হনুমান জয়ন্তী, রামমন্দির সহ বিবিধ ইস্যুতে উত্তর ভারতের কায়দায় বাংলার জনমানসেও একটা আবেগ তৈরি করেছে বিজেপি। পাশাপাশি, বাঙালি অস্মিতা অটুট রাখতে বাংলা নববর্ষ, অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছাবার্তাও রাখা হয়েছে ফ্লেক্সে।
এই ফ্লেক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, জে পি নাড্ডার পাশাপাশি বঙ্গ বিজেপির চার শীর্ষনেতার ছবি রয়েছে। তাঁরা হলেন দিলীপ ঘোষ, রাহুল সিনহা, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। উত্তর কলকাতার ‘আদি’ বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, ‘বহিরাগতরা পার্টিকে হাইজ্যাক করছে। ভিন দল থেকে বিজেপিতে এসে বহু নেতা দলের আদর্শ বিসর্জন দিয়ে নিজের কার্যসিদ্ধি করছেন। আগামী বিধানসভা ভোটের আগে তাঁদের মুখোশ টেনে বের করতে না পারলে পার্টি ক্ষমতায় আসতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘আজ যাঁদের মাথায় তুলে নাচা হচ্ছে, কাজ মিটলে তাঁদের অনেকেই পুরনো দলে ফিরে যেতে পারেন।’