MGNREGA-য় কাজের দিনের সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ১৫০ দিন করার প্রস্তাব সংসদীয় স্ট্যান্ডিং কমিটির

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প কাজের দিনের সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ১৫০ দিন করার প্রস্তাব দিল সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। তাদের মতে মুদ্রাস্ফীতি থেকে রেহাই দিতে শ্রমিকদের দিনপ্রতি মজুরিও অন্তত ৪০০ টাকা করা উচিত। সদ্য শেষ হওয়া বাজেট অধিবেশনের শেষ সপ্তাহে গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ সংক্রান্ত ওই স্ট্যান্ডিং কমিটি তাদের প্রস্তাব জমা দেয়।
মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন চালু হয় একশো দিনের কাজ প্রকল্প। গ্রামীণ এলাকার মানুষ যাতে বছরের অন্তত একশো দিন কাজ পান, সেটিই ছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। কিন্তু ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই প্রকল্প নিয়ে টালবাহানা শুরু হয়। অভিযোগ উঠেছে, প্রকল্পটি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গেও দীর্ঘদিন এই প্রকল্পের জন্য টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। যা নিয়ে তাদের আদালতেও প্রশ্নের মুখে পড়তে হয়।
ব্যাপক হারে জব কার্ড বাতিল নিয়েও স্ট্যান্ডিং কমিটির প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ২০২১-২২ আর্থিক বছরে শুধু বানান ভুল ও আধার না মেলায় প্রায় ৫০ লক্ষ ৩১ হাজার জব কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রকল্পের কার্যকারিতা খতিয়ে দেখতে স্বাধীন সংস্থাকে দিয়ে সমীক্ষা চালানো হোক। শ্রমিকদের সন্তুষ্টি, মজুরি পেতে দেরি, তাঁরা অংশগ্রহণে কতটা ইচ্ছুক ও প্রকল্পের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে এই সমীক্ষার প্রয়োজন। গুরুত্বপূর্ণ এই প্রকল্পে টাকা বরাদ্দের বিষয়টি যেভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে, তাতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা সকলের কাছে পৌঁছে দিতে ‘সোশ্যাল অডিট’-এর কথাও প্রস্তাবে বলা হয়েছে।