খেলা বিভাগে ফিরে যান

ফের ICC–র গুরুত্বপূর্ণ পদে সৌরভ

April 14, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরও একবার আন্তর্জাতিক ক্রিকেট পরিষদে (ICC) পুরুষ ক্রিকেট সমিতির অধ্যক্ষ হিসেবে তাঁকে নিয়োগ করা হল সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, টিম ইন্ডিয়ার অপর প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণকেও এই সমিতির সদস্য হিসেবে নির্বাচন করা হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) আইসিসি-র পক্ষ থেকে এই পুনর্নিয়োগের ব্যাপারে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে প্রথমবার ICC-র পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপার্সন পদে বসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ৩ বছরের মেয়াদ শেষ করে পদত্যাগ করেন। সৌরভের আগে এই পদে নিযুক্ত ছিলেন অনিল কুম্বলে।

সৌরভ ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটার এই কমিটিতে জায়গা পেয়েছেন। তালিকায় রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন বোলার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটার ডেসমন্ড হেইনস, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার জোনাথন ট্রট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Ganguly, #ICC, #chairman

আরো দেখুন