দেশ বিভাগে ফিরে যান

ভাঁড়ে মা ভাবনী! ‘প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম’-এ বন্ধ ভর্তুকি?

April 14, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেকারত্বের জ্বালা মেটাতে ডাহা ফেল করেছে মোদী সরকার। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে শুরু হয়েছিল ‘প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম’। বলা হয়েছিল, ব্যবসার পুঁজির একটা অংশ ভর্তুকি হিসেবে দেবে কেন্দ্র। পাঁচ বছরের কর্মসূচি হলেও, তিন বছর যেতে না যেতেই কেন্দ্র জানিয়েছে, আর ভর্তুকি নয়। কেন্দ্রের কাছে নাকি এই খাতে আর টাকাই নেই! অন্যদিকে পাহাড়প্রমাণ আবেদন জমা পড়েছে। বিরোধীরা একে ‘জুমলা’ বলেই তোপ দাগছে। তাদের সাফ কথা, প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করা, বাজেট বরাদ্দ করেও টাকা না ছাড়া, এসব মোদী সরকারের জন্য জলভাত হয়ে গিয়েছে।

উল্লেখ্য, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের মাধ্যমে ‘প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রামে’র ভর্তুকির টাকা আবেদনকারী ব্যবসায়ীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় কেন্দ্র। বিভিন্ন শর্ত পূরণ করলে তবেই মূলধনের একাংশ ভর্তুকি বাবদ দেয় কেন্দ্র। উৎপাদন নির্ভর শিল্পে সর্বাধিক ৫০ লক্ষ টাকা পর্যন্ত মূলধন দিয়ে ব্যবসা শুরু করলে এই প্রকল্পের সুযোগ মিলেছে। পরিষেবা নির্ভর ব্যবসার ক্ষেত্রে মূলধনের সীমা ২০ লক্ষ টাকা। ২০২১-২২ অর্থবর্ষ থেকে পরপর পাঁচ বছর এই ভর্তুকির জন্য ১৩ হাজার ৫৫৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রথম তিন অর্থবর্ষ পর্যন্ত এই প্রকল্পে টাকা পেয়েছেন আবেদনকারীরা। নিঃশব্দে বন্ধ হয়ে গিয়েছে প্রকল্প। নতুন করে আর কোনও অর্থ বরাদ্দও করছে না কেন্দ্র।

বিপুল সংখ্যক আবেদন এখনও বিভিন্ন ব্যাঙ্কে পড়ে রয়েছে, তার কী হবে? উঠছে প্রশ্ন। নতুন করে আবেদন আর নেওয়া নাও হতে পারে। কিন্তু যাঁদের আবেদন গৃহীত হয়ে পড়ে আছে? তাঁদের কী হবে?
কেন্দ্র দাবি করছে, এই প্রকল্পে নাকি মানুষের কর্মসংস্থান হয়েছে। বেকারত্বের পরিসংখ্যানে তার প্রতিফলন দেখা যাচ্ছে না কেন? প্রকল্প গুটিয়ে ফেলতে হল কেন? প্রশ্ন থেকেই যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#unemployment, #subsidy, #modi govt, #PMEG

আরো দেখুন