রাজ্য বিভাগে ফিরে যান

ডিজিটাল যুগে কদর খানিক কমলেও হারেনি বাংলা ক্যালেন্ডার

April 14, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পয়লা বৈশাখ মানেই বাংলা ক্যালেন্ডার। এক ঝলকে সন, তারিখ দেখে নেওয়ার ক্ষেত্রে কোনও বিকল্পও নেই ক্যালেন্ডারের। ক্যালেন্ডার যারা বানান বা বিক্রি তিনি, তারা পয়লা বৈশাখের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। বিক্রেতারা জানাচ্ছেন, বাংলা ক্যালেন্ডারের চাহিদা এখনও রয়েছে।

একদিন পরেই পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ মানেই হালখাতা। হালখাতা মানেই ক্যালেন্ডার ও মিষ্টির প্যাকেট। ফি বছর পয়লা বৈশাখের আগে প্রচুর পরিমাণে ক্যালেন্ডারের অর্ডার মিলত। ডিজিটাল যুগে ক্যালেন্ডারের চাহিদা কমেছে, এমনই মনে করছেন দোকান মালিকরা। তারা জানাচ্ছেন, বিক্রি কিছুটা কমছে। আগে যেখানে ৪০ হাজার ক্যালেন্ডারের অর্ডার থাকত এখন তা ৩০ হাজারের মতো। বিক্রেতারা বলছেন, প্রতি ক্যালেন্ডার ৭.৫০ টাকা থেকে ৬৫ টাকা অবধি দরে বিক্রি হয়। চাহিদা বেশি ১২ টাকার ক্যালেন্ডারের। নাওয়া খাওয়া ভুলে তুঙ্গে তাদের ব্যস্ততা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bengali new year, #Bengali calendar

আরো দেখুন