শান্তিনিকেতনে আজ থেকে শুরু হচ্ছে বর্ষশেষ ও বর্ষবরণ উৎসব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ লগ্নে ১৪৩১, এবার পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। রবি ঠাকুরের আমল থেকে বর্ষশেষ ও বর্ষবরণ উৎসব পালনের চল রয়েছে শান্তিনিকেতনে। এবারও আয়োজন করা হয়েছে। বর্ষশেষ ও বর্ষবরণ উৎসব আজ, সোমবার থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে অনুষ্ঠান সূচি প্রকাশ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবারেও শান্তিনিকেতন কর্মী মণ্ডলী অনুষ্ঠানগুলির আয়োজন করেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টায় ১৪৩১ সনকে বিদায় দিয়ে বর্ষশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল, মঙ্গলবার, ভোর পাঁচটায় বৈতালিক, সকাল সাতটায় বর্ষবরণের উপাসনার আয়োজন করা হয়েছে। শান্তিনিকেতনের মাধবীবিতানে বর্ষবরণের মূল অনুষ্ঠানটি সকাল ন’টা থেকে শুরু হবে। সন্ধ্যায় গৌরপ্রাঙ্গণে পাঠভবনের কচিকাঁচারা রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামা পরিবেশন করবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় আয়োজিত ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলোর মধ্যে বর্ষশেষ ও বর্ষবরণ অন্যতম। যথাযথ মর্যাদায় তা পালন করা হবে। দুই অনুষ্ঠানেই সঙ্গীত পরিবেশন করবেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের অধ্যাপক, অধ্যাপিকা ও পড়ুয়ারা। আবৃত্তি ও পাঠে অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। বর্ষশেষের মাধ্যমে পুরনো বছরকে বিদায় জানানো হবে এবং বর্ষবরণের মাধ্যমে সকলে একসঙ্গে নতুন বছরকে স্বাগত জানাবেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী এবং আশ্রমবাসী সকলেই আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ