রাজ্য বিভাগে ফিরে যান

চা বাগানের শ্রমিকদের একাংশ PF পাচ্ছেন না, আন্দোলনে নামছে তৃণমূল

April 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চোপড়ার পাশাপাশি ইসলামপুর ও গোয়ালপোখর ব্লকে চা চাষ হয়। ছোট, বড় বাগানের পাশাপাশি ক্ষুদ্র চা চাষির সংখ্যাও অনেক। তবে বাগান ও বটলিফ ফ্যাক্টরিতে স্থায়ী ও অস্থায়ী শ্রমিক মিলিয়ে ৫০ হাজারের বেশি মানুষ কাজ করেন। ছোট বড় মিলিয়ে ২৩৬ টি বাগান ও ৪৫ টি বটলিফ ফ্যাক্টরি আছে। দীর্ঘদিন থেকে কাজ করার পরেও শ্রমিকদের একাংশ পিএফ পাচ্ছেন না বলে অভিযোগ। শ্রমিকদের পিএফের অধিকার নিয়ে এবার জোরালো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।

রবিবার দুপুরে ইসলামপুর টার্মিনাসের একটি হলঘরে আইএনটিটিইউসির একটি প্রতিনিধি সভা হয়। সভায় আইএনটিটিইউসি’র জেলা সভাপতি শেখর দাস, ইসলামপুর টাউন সভাপতি মানস দাস সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই আইএনটিটিইউসি সংগঠনকে মজবুত করছে। সেইসঙ্গে বাগান শ্রমিকদের নিয়ে একাধিক দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামারও প্রস্তুতি নিচ্ছে। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক দীপক রায় বলেন, আগামী ২০ এপ্রিল চোপড়া, ইসলামপুর ও গোয়ালপোখরের চা শ্রমিকদের নিয়ে বৈঠক করা হবে। শ্রমিকদের একাংশ এখনও পিএফের আওতায় আসেনি। আমরা শিলিগুড়িতে অবস্থিত পিএফ অফিস ঘেরাও করব। তারই রূপরেখা তৈরি করতে ২০ তারিখের মিটিংয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঘেরাও কর্মসূচির তারিখ এখনও ঠিক করা হয়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tea Garden Workers, #provident Fund, #PF, #protest movement

আরো দেখুন