দেশ বিভাগে ফিরে যান

বাঘিনীর জন্য বাঘ খুঁজে পায় না কেন বাঙালিরা? ফের বিতর্কিত পোস্ট প্রাক্তন বিচারপতি কাটজুর

April 15, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিতর্কে জড়াতে ভালবাসেন দেশের শীর্ষ আদালতের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু? মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে বাঙালিদের উদ্দেশ্যে ফের এক প্রশ্ন ছুঁড়ে দেন কাটজু। তিনি লেখেন, ‘বাঘিনীর জন্য বাঘ খুঁজে পায় না কেন বাঙালিরা?’ এরপরই নেটিজেনদের কমেন্ট করতে দেখা যায় সেই পোস্টের নিচে। পাল্টা প্রশ্ন করেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু লেখেন, “ভারতীয়রা কেন কাটজুর কাটলেট কাটতে পারেন না?”

উল্লেখ্য, কয়েকদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে নজিরবিহীন মন্তব্য করেছিলেন কাটজু। সমাজ মাধ্যমে মার্কণ্ডেয় কাটজু লিখেছিলেন, “বাঙালিরা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালো স্বামী খুঁজে পায় না?” এহেন পোস্টের পরেই কাটজুর মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। কেউ কেউ সমালোচনা করছেন প্রাক্তন বিচারপতির রুচির।
কাটজুকে থাপ্পড় মারার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ‘এক্স’ হ্যান্ডলে কুণাল লিখেছেন, “এটা যদি সত্যিই এই ব্যক্তির বক্তব্য হয় এবং তিনি যদি ক্ষমা চেয়ে ডিলিট না করেন, তাহলে ইনি যে পদেই থেকে থাকুন, বাংলায় পা রেখেছেন খবর পেলে সামনে গিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মারব।” এরপরেই কাটজু বিতর্কিত পোস্টটি ডিলিট করে দেন।

আজ ফের একবার তিনি বিতর্কিত পোস্ট করলেন। যদিও মঙ্গলবারের পোস্টে কারও নাম উল্লেখ করেননি কাটজু। তবে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Markandeya katju, #Controversy, #Post, #Katju

আরো দেখুন