নববর্ষে খুলল না হালখাতা! লো স্কোরিং ম্যাচে পঞ্জাবের কাছে লজ্জার হার KKR-এর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নববর্ষে লজ্জার হার কেকেআরের। নাইটদের ১৬ রানে হারিয়ে জিতে গেল পঞ্জাব কিংস। তবে ম্যাচের শুরুতে তেমন পারফরম্যান্স করতে পারেনি পঞ্জাবের ব্যাটারেরা। ২২ রান করে আউট হয়ে যান প্রিয়াংশ আর্য। প্রভসিমরন সিং আউট হন ৩০ রানে। কেকেআর পেসার হর্ষিত রানা বল হাতে একাই ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নেন বরুণ আর নারিন। কলকাতার বিরুদ্ধে নিম্ন স্কোরের ১৫.৩ ওভারে ১০ উইকেটে শ্রেয়স আইয়ার এন্ড কোং করে ১১১ রান।
এই নিম্ন স্কোরেও শেষ পর্যন্ত জিতে ফিরতে পারল না কেকেআর। ১৫.১ ওভারে ৯৫ রানে অল আউট হয়ে যায় কেকেআর। পঞ্জাবের হয়ে ৪ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন যুজবেন্দ্র চাহাল। ৩ উইকেট নিয়েছেন মার্ক জেনসেন। বার্টলেট ৩ ওভারে ৩০, অর্শদীপ সিং ১টি মেডেন-সহ ৩ ওভারে ১১ ও ম্যাক্সওয়েল ২ ওভারে ৫ রান দিয়ে পান ১টি করে উইকেট। নাইটদের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন অঙ্গকৃষ্ণ রঘুবংশী।