দাবাং মোডে কলকাতা পুলিশ, রাতভর তল্লাশিতে গ্রেপ্তার ৯, ভাঙড়ের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার, ভাঙড়ে অ্যাকশনে মোডে দেখা যায় কলকাতা পুলিশকে। ফলে হাফবেলাতেই শান্তি ফিরেছে গোটা এলাকায়। সোমবার ভাঙড়ে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে অশান্তির আকার ধারণ করে আন্দোলন। তারপর সারারাত তল্লাশি চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গভীররাতে তল্লাশি চালিয়ে ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে পুড়ে যাওয়া পুলিশ ভ্যান, বাইক সরানোর কাজ শুরু হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। পুলিশি নজরদারি চলছে। সোমবার শিয়ালদহের রামলীলা ময়দানে আইএসএফ ওয়াকফ বিরোধী কর্মসূচির আয়োজন করেছিল। সেখানে যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফের কর্মী, সমর্থকরা। বাসন্তী হাইওয়েতে আইএসএফ কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে বাধা দেয় পুলিশ। জনতা পালটা আক্রমণ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ শুরু করে। তাতে এক আইএসএফ কর্মীর মাথা ফাটে বলে অভিযোগ। এরপরই বাসন্তী হাইওয়েতে বসে বিক্ষোভ দেখাতে থাকে আইএসএফ কর্মীরা। উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের শোনপুর।
অভিযোগ, উন্মত্ত জনতা সিসিটিভি ভাঙে, পুলিশের উপর হামলা করে। পাঁচ পুলিশকর্মী আহত হন বলে খবর। প্রিজন ভ্যান উলটে দেওয়ার পাশাপাশি ৫টি বাইক জ্বালিয়ে দেওয়া হয়। তারপরই অ্যাকশনে মোডে নামে পুলিশ। ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হল।