স্বাভাবিক ছন্দে মুর্শিদাবাদ, ঘরে ফিরছেন ধুলিয়ানের বাসিন্দারা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতেই ধুলিয়ানের বাসিন্দারা ঘরে ফিরতে আরম্ভ করেছেন। রাজ্য পুলিশ সূত্রে খবর, ঘরছাড়া ১৯জন নিজেদের বাড়ি ফিরেছেন। আজ, মঙ্গলবার বাড়িতে পুজো করে নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছেন অনেকে। উল্লেখ্য, অশান্তির জেরে অন্যত্র চলে গিয়েছিল ধুলিয়ানের বেশ কিছু পরিবার। বাড়ি ফিরেছেন তাঁদের অনেকে।
সোমবার সাংবাদিক সম্মেলনে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম জানান, মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যাঁরা ঘর ছেড়ে চলে গিয়েছিলেন তাঁরা একে একে ঘরে ফিরে আসছেন। জঙ্গিপুরে ধীরে ধীরে দোকানপাট খুলছে। এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, গত ৩৬ ঘণ্টায় মুর্শিদাবাদে অশান্তির কোনও খবর নেই। ২০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে। ঘরছাড়াদের মধ্যে ১৯ জন ফিরে এসেছেন। অন্যরাও শীঘ্রই ফিরবেন। পুলিশ, বিএসএফ, সিআরপিএফ মোতায়েন রয়েছে। যৌথভাবে টহলদারি চালানো হচ্ছে।
ধুলিয়ানের প্রতিটি পাড়াতেই কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিসের শীর্ষ আধিকারিকরা টহল দিচ্ছেন। জেলা প্রশাসনের আধিকারিকরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছেন। দ্রুত ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হবে বলে জানা গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলেই দাবি করছে পুলিশ। স্থানীয় জনপ্রতিনিধিরাও দুর্গতদের পাশে দাঁড়িয়েছে।
জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান বলেন, পুলিশ সক্রিয় ভূমিকা নেওয়ায় গণ্ডগোল ঠেকানো গিয়েছে। ঘরছাড়া অনেকেই ঘরে ফিরছেন। সব মানুষই খুব তাড়াতাড়ি ঘরে ফিরে আসবেন। দোকানপাট খুলতে শুরু করেছে। সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরবে। ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার রয়েছে। নানারকম গুজব ছড়িয়ে দিচ্ছেন অনেকে, যার জেরে সমস্যা তৈরি হচ্ছে। কেউ গুজব ছড়াবেন না। পুলিশ ও প্রশাসন মানুষের সঙ্গে আছে। জেলা প্রশাসন সূত্রে খবর, সোমবার রাতে প্রায় ৪৯ জন ঘরে ফিরেছেন। ধুলিয়ানের ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন জেলাশাসক রাজর্ষি মিত্র ও অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) দীননারায়ণ ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। প্রায় শতাধিক পরিবারের হাতে প্রশাসনের তরফ থেকে রিলিফ কিট তুলে দেন তাঁরা।