কলকাতায় ওপেন এয়ার ফিল্ম ফেস্টিভ্যাল, কী কী ছবি দেখানো হবে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দক্ষিণ কলকাতার নাকতলায় খোলা আকাশের নিচে, জনগণের মাঝে, রাস্তাতেই একদল সিনেমাপ্রেমী চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে শুরু করে। কলকাতায় ওপেন এয়ার ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছে Blue Chalk Studio-র উদ্যোগে গড়ে ওঠা একদল সিনেমাপ্রেমী। যার অন্যতম উদ্যোক্তা শমিক দাসের মতে, এর আগে পূর্ব ভারতে এরকম কোনও ওপেন এয়ার ফিল্ম ফেস্টিভ্যাল ছিল না। সদস্যদের মধ্যে রয়েছেন ঋতম, অরিত্র, প্রলয়, অবনীশ, বিশ্বজিৎ, চিরশ্রী, পরমিতা, প্রিয়াঙ্কা এবং প্লাবন ভট্টাচার্য। এবার পঞ্চম বছরে পা রেখেছে কলকাতা ওপেন এয়ার ফিল্ম ফেস্টিভ্যাল।
তিন দিনব্যাপী ফিল্ম ফেস্টিভ্যালে ইনডোর ও আউটডোর দু’ধরণের প্রজেকশনের সুযোগ রয়েছে। দর্শকরা নিজেদের ইচ্ছেমতো জায়গা বেছে নিতে পারতেন। ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে ফিল্ম ফেস্টিভ্যাল।
উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে থাকছে:
- কঙ্কণা সেন শর্মার আ ডেথ ইন দ্য গঞ্জ।
- কারলা সিমনের আলকারাস।
- মাতি ডিওপের ডাহোমে।
- জোয়া আখতারের জিন্দেগি না মিলেগি দোবারা।
- জাস্টিন ত্রিয়ের অ্যানাটমি অফ আ ফল।
- আলেসান্দ্রা লাকোরাজার ইন দ্য সামার্স।