আজ ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কী বার্তা দেবেন মমতা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বুধবার ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিকে দিকে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তিও ছড়িয়েছে, এমন পরিস্থিতিতে মুখমন্ত্রীর বার্তা শোনার অপেক্ষায় গোটা বাংলা। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সঙ্গে এই বৈঠকে সকল ইমাম-মোয়াজ্জিনকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে।
মনে করা হচ্ছে, ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে বৈঠকে কীভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে, সেই বিষয়টি গুরুত্ব পাবে। ওয়াকফ বিল নিয়ে বিক্ষোভের জেরে মুর্শিদাবাদ-সহ নানা জায়গায় একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে মুর্শিদাবাদে শান্তি ফিরেছে। গ্রেপ্তার হচ্ছে দুষ্কৃতীরা। ইমামদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘুদের বার্তা দিতে চান যে, বাংলায় ওয়াকফ আইন কার্যকর হবে না।
যে আইন বাংলায় কার্যকর হবেই না তা নিয়ে না বুঝে বিক্ষোভ কেন? ইমাম-মোয়াজ্জিনদের সংগঠনের সহযোগিতা চাইতে পারেন মুখ্যমন্ত্রী। ইমামদের তরফ থেকে ইতিমধ্যেই শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। আজকের বৈঠকের পর ইমাম-মোয়াজ্জিনরা আরও কিছু বার্তা দেবেন বলেই খবর। আজকের বৈঠকে কলকাতা ও রাজ্যের বিভিন্ন ইমাম ও মোয়াজ্জিনদের সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন।