চলতি বছরের অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু, কীভাবে নাম নথিভুক্ত করবেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পবিত্র অমরনাথ গুহা হল জগৎ বিখ্যাত তীর্থক্ষেত্র। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ অমরনাথ দর্শনে যান। এ বছর অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে ৩ জুলাই থেকে। তা চলবে ৯ আগস্ট পর্যন্ত।
২০২৫ সালের অমরনাথ যাত্রায় অংশ নিতে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে। ইতিমধ্যেই নাম নথিভুক্তের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
কীভাবে রেজিস্ট্রেশন করবেন?
১) শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Advance Registration’ লিঙ্কে ক্লিক করুন।
২) নির্দেশিকা পড়ে নিয়ে ‘I Agree’-তে ক্লিক করে ‘Register’ অপশনে যান।
৩) প্রয়োজনীয় তথ্য দিন, পাসপোর্ট সাইজ ছবি ও বাধ্যতামূলক হেলথ সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করুন।
৪) মোবাইল নম্বরে OTP পাঠানো হবে, তা দিয়ে ভেরিফিকেশন করুন।
৫) ভেরিফিকেশন হয়ে গেলে দু’ঘণ্টার মধ্যে রেজিস্ট্রেশন ফি দেওয়ার জন্য একটি লিঙ্ক পাঠানো হবে। রেজিস্ট্রেশন ফি হতে পারে ২২০ টাকা মাথা পিছু।
৬) টাকা মেটানো হয়ে গেলে ওয়েবসাইট থেকে অমরনাথ যাত্রার ‘রেজিস্ট্রেশন পারমিট’ ডাউনলোড করতে পারবেন আবেদনকারী।
৭) সব শেষে একটি অফিসিয়াল অনুমতিপত্র ইস্যু হবে।
যাঁরা ৫ জন বা তার বেশি সংখ্যায় দল বেঁধে যাত্রা করতে চান, তাঁদের জন্য গ্রুপ রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে।