সামশেরগঞ্জে জোড়া খুনের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে সোমবারই জানিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। এ-ও জানিয়েছিলেন, দোষীদের কোনও ভাবেই রেয়াত করা হবে না। জাভেদের হুঁশিয়ারির এক দিন পরেই দু’জনের গ্রেপ্তারির কথা জানালেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার।
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবার অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। সেখানকার সামশেরগঞ্জে বাড়ি থেকে বাবা-ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ঘটনায় কালু ও দিলাবর নাদাব নামে দুই ভাইকে গ্রেপ্তার করল পুলিশ।
মঙ্গলবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, “হরগোবিন্দ দাস ও চন্দন দাস, যাঁরা সম্পর্কে বাবা-ছেলে তাঁদের খুন করা হয়েছিল। এই মামলার তদন্তে আমরা বিশেষ তদন্তকারী দল তৈরি করি। গত দু’দিনে এলাকা থেকে বিস্তারিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। সেই ফুটেজ খতিয়ে দেখি। এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে চিহ্নিত করতে সক্ষম হই।”