নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার সকাল থেকেই শিয়ালদহ-নামখানা রুটে ট্রেন চলাচল ব্যাহত। পাশাপাশি জয়নগর স্টেশনেও রেল অবরোধ চলছে। শিয়ালদহ দক্ষিণ শাখায় বেশ কয়েকটি স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে। এখনও অবধি খবর কাকদ্বীপ, নামখানা, লক্ষীকান্তপুরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল করছে না। লোকাল ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত বগির সংখ্যা বাড়ানোর ফলে সাধারণ যাত্রীদের বগির সংখ্যা কমেছে, এই অভিযোগে রেল অবরোধ চলছে।