দেশ বিভাগে ফিরে যান

নজির গড়ল ভারতীয় রেল, ট্রেনেই চালু ATM

April 17, 2025 | < 1 min read

ট্রেনেই চালু ATM

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ট্রেনের মধ্যে যাত্রীদের নগদ টাকার প্রয়োজন পড়তেই পারে, এই কথা মাথায় রেখে এবার ট্রেনে এটিএম মেশিন বসানোর উদ্যোগ নিল ভারতীয় রেল। আপাতত পরীক্ষামূলকভাবে একটি দূরপাল্লার ট্রেনে এটিএম বসানো হয়েছে।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, মুম্বই-মানমাডগামী পঞ্চবটিগামী এক্সপ্রেসের ট্রেনের কামরায় একটি এটিএম মেশিন বসানো হয়েছে। এটিএমটি বসানো হয়েছে ট্রেনের বাতানুকুল চেয়ারকার কোচে। শীঘ্রই তা যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে। মধ্য রেলের প্রধান জনসংযোগ আধিকারিক জানান, পরীক্ষামূলকভাবে পঞ্চবটি এক্সপ্রেসের কামরায় একটি এটিএম বসান হয়েছে। ট্রেনের মধ্যে এটিএমের নিরাপত্তা নিশ্চিত করতে শাটার দরজাও লাগানো হয়েছে।

কিছু কিছু স্টেশনে এতদিন এটিএমের সুবিধা মিলত। তবে দূরপাল্লার ট্রেনে এটিএম এই প্রথম। ট্রেনে সফর করার সময় যাত্রীদের নগদের সমস্যায় পড়ার ঘটনা নতুন নয়। বড় জংশন স্টেশন ছাড়া সেভাবে এটিএম মেলে না। যাত্রীদের ট্রেন থেকে নেমে স্টেশন বা সংলগ্ন জায়গায় গিয়ে এটিএম থেকে টাকা তুলতে হয়। এতে ঝুঁকিও থাকে। স্টেশনের এটিএমে বেশিরভাগ সময় লাইন থাকার ফলে কয়েক মিনিটের ব্যবধানে টাকা তোলা কঠিন হয়ে পড়ে। মনে করা হচ্ছে, যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখেই ট্রেনে এটিএম বসানোর পরিকল্পনা নিল রেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Railway, #atm, #train, #Railways, #Atm service

আরো দেখুন