বাংলায় ২৬০০ কোটির বিনিয়োগ, পানাগড়ে নতুন কারখানা গড়বে ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় ২৬০০ কোটি টাকা লগ্নি করতে চলেছে ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস। পানাগড়ে একটি আইসো প্রোপাইল অ্যালকোহল কারখানা তৈরি করছে সংস্থাটি। ওষুধ ও বিভিন্ন প্রসাধনী পণ্য তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় আইসো প্রোপাইল অ্যালকোহল।
সংস্থার চেয়ারম্যান নিশান্ত কানোরিয়ার দাবি, আগামী দু’বছরের মধ্যে কারখানা থেকে উৎপাদন শুরু হবে। বার্ষিক ৫০,০০০ টন আইসো প্রোপাইল অ্যালকোহল তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পানাগড়ে অবস্থিত ম্যাটিক্স ফার্টিলাইজারের বর্তমান কারখানার মধ্যেই এই নতুন উৎপাদন কেন্দ্র গড়ে উঠবে। পানাগড়ে উৎপাদিত পণ্য দেশে ব্যবহার তো হবেই, একই সঙ্গে চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও রপ্তানি করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে পানাগড়ের কারখানায় ইউরিয়া, ডায়মোনিয়াম ফসফেট, নাইট্রোজেন, পটাসিয়াম ও ফসফরাস তৈরি করে ম্যাটিক্স। কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৪.৭ লক্ষ টন। আগামীতে তা আরও বাড়বে। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হচ্ছে।