কলকাতা বিভাগে ফিরে যান

গুড ফ্রাই ডে উপলক্ষ্যে পরিবর্তিত হচ্ছে মেট্রো পরিষেবা, রইল Update

April 17, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল শুক্রবার, গুড ফ্রাই ডে উপলক্ষ্যে সরকারি ছুটি। ফলে অফিস-কাছারি, স্কুল, কলেজ বন্ধ থাকবে। নিত্যযাত্রীদের ভিড় কম থাকবে। যার জেরে আগামীকাল, সারাদিনে সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ২৬২টির বদলে ২৩৬টি মেট্রো চলবে। অর্থাৎ ২৬টি মেট্রো কম চলবে। যদিও দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।

দিনের প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে যথাক্রমে সকাল ৬টা ৫০ মিনিট ও সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে। দিনের শেষ মেট্রো দুই স্টেশন থেকে যথাক্রমে রাত সাড়ে ৯টা ও রাত ৯টা ২৮ মিনিটে ছাড়বে। সপ্তাহের কাজের দিনগুলিতে কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে নাইট স্পেশাল সার্ভিস চলে রাত সাড়ে ১০টায়। অন্যান্য দিনের মতোই আগামীকালও তা চলবে।

আগামীকাল, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটেও মেট্রো পরিষেবা কমবে। সপ্তাহের কাজের দিনগুলিতে এই রুটে ১০৬টি মেট্রো চলে। আগামীকাল চলবে ৯০টি। দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হবে না। শিয়ালদহ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৫৫ মিনিট ও সকাল ৭টা ৫ মিনিটে। দিনের শেষ মেট্রো দুই স্টেশন থেকে যাত্রা করবে যথাক্রমে রাত ৯টা ৩৫ মিনিট ও রাত ৯টা ৪০ মিনিটে। বাকি তিনটি মেট্রো রুটে পরিষেবা স্বাভাবিক থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata metro, #metro services, #Good Friday

আরো দেখুন