দেশ বিভাগে ফিরে যান

ওয়াকফ বিলের বিরোধিতায় মোদী!

April 18, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রথমে লোকসভা, তারপর রাজ্যসভায় পাশ হয়ে এবং সবশেষে রাষ্ট্রপতির অনুমোদনের পর চলতি মাসেই আইনে পরিণত হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। যার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ চলছে, সুপ্রিম কোর্ট অবধি পৌঁছেছে প্রতিবাদের ঢেউ। কিন্তু খোদ মোদী কি ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে? কারণ, সংসদে ওয়াকফ সংশোধনী বিলের ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন মোদী। এতেই বাড়ছে জল্পনা!

দীর্ঘ বিতর্ক পর্বের পর ২ এপ্রিল গভীর রাতে লোকসভায় পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল। বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন। ব্যবধান ৫৬। মোট ভোট পড়ে ৫২০। ভোটভুটির সময় হাজির ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে ভোটাভুটির নিয়ম অনুযায়ী, নানা রঙের বোতাম টিপে মতামত জানান সাংসদেরা। সবুজ বোতামের অর্থ বিলের পক্ষে ভোট। লাল বোতামের অর্থ বিলের বিপক্ষে ভোট। অ্যাম্বার রঙের (আগুনে কমলা) বোতামের অর্থ সংশ্লিষ্ট সাংসদ অনুপস্থিত। ভোটাভুটির সময় মোদীর জন্য নির্ধারিত আসনে অ্যাম্বার রঙের বোতামের আলো জ্বলে উঠেছিল। অর্থাৎ ফ্লোরে ছিলেন না দেশের প্রধানমন্ত্রী।

হিন্দুত্ববাদী রাজনীতিই বিজেপির ভিত্তি, ওয়াকফ সংশোধনী বিল পাশ করানো তাদের রাজনৈতিক অ্যাজেন্ডা। তেমন একটি গুরুত্বপূর্ণ সময়ে লোকসভায় হাজির হয়ে বিলের পক্ষে মতামত দিলেন না খোদ দলের সর্বময় নেতা তথা বিজেপির টানা তিনবারের প্রধানমন্ত্রী! নানা জল্পনা শোনা যাচ্ছে বিজেপির শীর্ষস্থানীয় স্তরে। মোদী কি ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ছিলেন? তাই কি ভোটদানে বিরত থাকেন তিনি? বিজেপির অন্দরে ক্ষমতার ভরকেন্দ্র মোদীর থেকে শাহের হাতে চলে গিয়েছে? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Waqf bill, #Waqf, #Modi, #waqf board, #Modi Government

আরো দেখুন