দেশ বিভাগে ফিরে যান

দিল্লিতে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি, অন্তত চার জনের মৃত্যু হয়েছে

April 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার থেকে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হয় রাজধানী দিল্লিতে। শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি। এই প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল চারতলা বাড়ি। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে চারজনের। ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছে বলেই আশঙ্কা। ঘটনাস্থলে রয়েছে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই ওই বাড়িটি ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, ভোরবেলা আচমকা তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাড়িটি। ধুলোয় ঢেকে গিয়েছে গোটা এলাকা।

ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায়। সংবাদ সংস্থা এএনআইকে দিল্লি পুলিশের সহকারী ডিসি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বা জানিয়েছেন, রাত ৩টে নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। ভিতরে অনেকেই ছিলেন। তাঁরা ধ্বংসস্তূপে আটকে পড়েন। ডিসিপির কথায়, ‘‘১৪ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। তাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। চারতলা বাড়ি ছিল। উদ্ধারকাজ চলছে। আমাদের ধারণা, এখনও ৮ থেকে ১০ জন ভিতরে আটকে আছেন।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #Rain, #Building collapse

আরো দেখুন