কলকাতা বিভাগে ফিরে যান

বাম জমানায় বন্ধ হয়েছিল, দেশবন্ধু-নেতাজির স্মৃতিধন্য ‘দ্য ক্যালকাটা গেজেট’ নতুন করে প্রকাশ করছে KMC

April 19, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯২৪ সালে কলকাতা পুরসভার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব নেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। চিফ এগজিকিউটিভ অফিসার পদে নেতাজি সুভাষচন্দ্র বসু। দুই প্রাতঃস্মরণীয় ব্যক্তির উদ্যোগে অমল হোমের সম্পাদনায় সে বছরই বেরল ‘দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট’। সাপ্তাহিক বাজারদরের খোঁজখবর থেকে নাগরিক জীবনের উন্নতি, শহরের পরিকাঠামোগত উন্নয়নে পুরসভার ভূমিকা ইত্যাদি তথ্য খবরের আকারে থাকত গেজেটে। মানুষের এতে বিশাল সুবিধা হতো। পাশাপাশি ঐতিহাসিক দলিল হিসেবে গেজেট সংরক্ষিত থাকত পুরসভা ও সরকারের কাছে। সেটিকেই বন্ধ করে দিয়েছিল বামেরা। এবার ফের নতুন করে ২০২৪ সালের ডিসেম্বরে দেশবন্ধু ও নেতাজির স্মৃতিধন্য গেজেট নয়া মোড়কে প্রকাশ করল পুরসভার বর্তমান বোর্ড।

পুরসভার ইতিহাস থেকে জানা যায়, ১৯২৪ থেকে ১৯৪৯ পর্যন্ত অমল হোমের সম্পাদনায় টানা প্রকাশ পেয়েছিল জার্নালটি। ১৯৬০ সালের পর প্রকাশ অনিয়মিত হয়ে পড়ে। ১৯৭৭ সালে বাম আমলে তা পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত। এবং ১৯৭৮ সাল থেকে বেরতে শুরু করল পুরসভার নয়া ম্যাগাজিন ‘পুরশ্রী’। বন্ধ হয়ে গেল ক্যালকাটা গেজেট। তখন কলকাতা পুরসভার পুরনো ‘লোগো’ ব্যবহার হতো গেজেটে। ১৮৯৬ সালের ২৮ ডিসেম্বর থেকে সেটিই পুরসভার নিজস্ব লোগো হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতার ১৩ বছর পর ১৯৬১ সালের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সেই ব্রিটিশ লোগোই ছিল পুরসভার প্রতীক। পুরসভার ‘লোগো’ বদলের সেই ইতিহাস মিলবে সদ্য প্রকাশিত দ্য ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেটে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #KMC, #The Calcutta Municipal Gazette

আরো দেখুন