বেশি বয়সে বিয়ে? দিলীপ একা নন! তালিকায় আছেন আরও অনেকে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৈশাখের সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়বেন দাপুটে বিজেপি নেতা, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বছর ষাটের চিরকুমার দিলীপের সঙ্গে বিয়ে হচ্ছে সাতচল্লিশ বছরের বিবাহবিচ্ছিন্না রিঙ্কুর। নেট দুনিয়া সরগরম সঙ্ঘ প্রচারক দিলীপের বিয়ে নিয়ে। শোনা যাচ্ছে নানা মত। বেশি বয়সে কি একা দিলীপই বিয়ে করছেন? না! বিনোদন জগতে থেকে রাজনীতি এমন অজস্র উদাহরণ রয়েছে।
১৯৯৮ সালের ১৮ জুলাই মোজাম্বিকের প্রাক্তন প্রেসিডেন্ট সামোরা মিচেলের বিধবা স্ত্রী গ্রাকা মিচেলকে বিয়ে করেন নেলসন ম্যান্ডেলা। তখন তাঁর বয়স ছিল আশি বছর।
বলিউডের তারকা অভিনেতা কবির বেদী, ২০১৬ সালে, নিজের সত্তরতম জন্মদিনের ঠিক দু’দিন আগে বিয়ে করেন পরভিন দুসাঞ্জকে। কবীরের থেকে পরভিন বয়সে ছাব্বিশ বছরের ছোট। এটি অভিনেতার চতুর্থ বিয়ে।
তারকা অভিনেতা আশীষ বিদ্যার্থী ৫৭ বয়সে দ্বিতীয় বিয়ে করেন। ২০২৩ সালে রুপালি বড়ুয়াকে বিয়ে করেন আশীষ।
৫৪ বছর বয়সে অভিনেত্রী নীনা গুপ্ত, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে বিয়ে করেন।
৬৬ বছর বয়সে প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন। দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহাকে বিয়ে করেন ২০২২ সালে।
টলিউডের তারকা-জুটি, দীপঙ্কর-দোলন ২০২০ সালে বিবাহ-বন্ধনে বাঁধা পড়েন। ৭৫ বছরের দীপঙ্করের সঙ্গে ৪৯-র দোলনের বিয়ে হয়।
প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি ৪৯ বছর বয়সে দীপা ঘোষকে বিয়ে করেন। আরেক প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্র পঞ্চাশ পেরিয়ে শিখাকে বিয়ে করেন। পঞ্চাশ পেরিয়ে বিয়ে করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। একদা বাম, অধুনা কংগ্রেস নেতা ৭৮ বছরের লক্ষ্ণণ শেঠ ২০২৩ সালে মানসী দে-কে বিয়ে করেন। ২০২১ সালে বিজেপি নেতা অরবিন্দ মেনন ৫৫ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি আবার বঙ্গ বিজেপির পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন।
তাহলে বয়স যে আসলে কোনও ফ্যাক্টর নয় সেটা তো আমাদের বোঝার সময় এসেছে, আর কতদিন নিজেদের আধুনিক বলেও অপরের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করে যাব আমরা?
