মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রেখে নবান্ন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত চাকরিহারাদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘বঞ্চিত চাকরিপ্রার্থী’দের নবান্ন অভিযান স্থগিত। মুখ্যমন্ত্রীর কথায় আস্থা রেখে আপাতত নবান্ন অভিযান স্থগিত করলেন চাকরিহারারা। আগামী সোমবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারাদের ঐক্য মঞ্চ। তবে সেই অভিযানের মাত্র দু’দিন আগে সেই কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের তরফে এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যে পুলিশকেও চিঠি দিয়ে অভিযান স্থগিতের কথা জানিয়েছে তাঁরা।
ঐক্যমঞ্চ সূত্রে খবর, শুক্রবার ভবানী ভবন, লালবাজার এবং হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষকর্তাদের সঙ্গে মঞ্চের নেতাদের বৈঠক হয়। সেই বৈঠকে পুলিশের শীর্ষকর্তারা মঞ্চের নেতাদের আশ্বাস দেন, তাঁদের দাবিদাওয়ার ব্যাপারে সরকারকে জানানো হবে। কথা বলা হবে মুখ্যসচিবের সঙ্গে। যত দ্রুত সম্ভব যাতে তাঁদের সমস্যার সমাধান হয়, তাঁরা সেই চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন পুলিশকর্তারা। এর পরেই নবান্ন অভিযান স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের কাছে সময় চাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। বলা হয়েছে, যে দাবিদাওয়া রয়েছে তা পূরণ করতে একটু সময় লাগবে। পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ভিডিও কলে মঞ্চের নেতারা নিজেরা বৈঠক করেছিলেন। তারপরই সর্বসম্মতিক্রমে ২১-র নবান্ন অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে আগামী দিনে যে এই কর্মসূচি তাঁরা করবেন, এমনটাও স্পষ্ট করে দিয়েছে চাকরিহারাদের ঐক্য মঞ্চ।
আরজি করের ঘটনার পর ঠিক যে ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল, তারাও সোমবার নবান্ন অভিযান করবে বলে জানিয়েছিল। তাঁদের সঙ্গে বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ-ও এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে আপাতত তাঁরা এই কর্মসূচি স্থগিত করায় ছাত্র সমাজের কর্মসূচিও আর হবে না। মনে করা হচ্ছে, ২১-র এপ্রিলের বদলে অন্য যে দিন মঞ্চের তরফে এই অভিযান করা হবে, সেদিনই হয়তো তাঁরা যোগ দেবে।