রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার জলকন্যার মুকুটে আরও এক পালক! ষষ্ঠসিন্ধু জয় কালনার সায়নীর

April 20, 2025 | < 1 min read

বাংলার জলকন্যার মুকুটে আরও এক পালক! ষষ্ঠসিন্ধু জয় কালনার সায়নীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন পূর্ব বর্ধমানের কালনার সায়নী দাস। শুক্রবার তাঁর মুকুটে আরও এক পালক যোগ হল। জিব্রাল্টার প্রণালী জয় করে এশিয়ার মধ্য প্রথম ষষ্ঠসিন্ধু অতিক্রম করল জলকন্যা সায়নী। স্পেনের জিব্রাল্টার প্রণালী সাঁতরে মরক্কোয় যাত্রা শেষ হয় তাঁর। শুক্রবার স্পেনের সময় অনুসারে বেলা পৌনে দুটোয় আর ভারতীয় সময় পৌনে পাঁচটায় যাত্রা শুরু করে সে। ৩ ঘণ্টা ৫১ মিনিট সাঁতার কেটে লক্ষ্যে পৌঁছন তিনি।

জিব্রাল্টার প্রণালীর দূরত্ব ১৪.২ কিমি। ভূমধ্যসাগর ও আটল্যান্টিক মহাসাগর মিশেছে এখানে। সায়নী জানায়, জল ছিল অত্যন্ত ঠাণ্ডা। সেই সঙ্গে ভয়ঙ্কর স্রোত। হাঙরের হামলার প্রবল আশঙ্কা ছিল। দিনে তিনশোর মতো জাহাজ চলাচল করে। তাই এই চ্যানেল পার করা যথেষ্ট চ্যালেঞ্জিং। কয়েক মাসের কঠোর অনুশীলন করেছে সায়নী। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তারিফা নামক এক জায়গায় বাবা তথা প্রশিক্ষক রাধেশ্যাম দাসের প্রশিক্ষণে সমুদ্রে প্রতিদিন দু’বেলা অনুশীলন করেছেন সায়নী।

সায়নীই এশিয়ার প্রথম মহিলা সাঁতারু যে ষষ্ঠ সিন্ধু জয় করল। ইংলিশ চ্যানেল, ক্যাটেলিনা, মলোকাই চ্যানেল, নিউজিল্যান্ডের কুক প্রণালী জয়ের পর সায়নীর মুকুটে যুক্ত হল আরও এক পালক। কিছুদিন আগেই তিনি তেনজিং নোরগে পুরস্কার পেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#swimmer, #Open Water Channel Swim, #Strait of Gibraltar, #West Bengal, #Purba Bardhaman, #Sayani Das, #Swimming

আরো দেখুন